পঙ্গু মিন্টু মিয়া দেশের বাড়ি নীলফামারী ফরিদপুর এসে ভিক্ষা করে সংসার চালাতে হয়। দুই ছেলে এক মেয়ে আর স্ত্রী। দুই ছেলে বড় হয়ে আলাদা হয়ে গেছে। মা-বাবা কে কোনো সহযোগিতা করেনা। ব্যধ্য হয়ে বিদেশে এসে ভিক্ষা করতে হচ্ছে বলে জানান পঙ্গু মিন্টু মিয়া।
পঙ্গু মন্টু মিয়াকে বৃহস্পতিবার সকালে দেখা গেল ফরিদপুর শহরের প্রান কেন্দ্র জনতা ব্যংকের মোড়ে। মিন্টু মিয়া আরো জানান মেয়েটি বড় হয়ে যাচ্ছে ওকে বিয়ে দিতে হবে। এই নিয়ে বড় চিন্তায় আছি।
কোথায় রাতে থাকা হয় জানতে চাইলে মিন্টু মিয়া জানান রাতে বিভিন্ন মসজিদে রাত্রি যাপন করি।