রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

প্রেমিকা ঐশ্বরিয়ার সঙ্গে একফ্রেমে সালমান!

অনলাইন  ডেস্ক: / ৬১ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৮:৩৩ পূর্বাহ্ন

বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা সালমান খানের জীবনে একাধিক নারীসঙ্গের কথা ওপেন সিক্রেট। সঙ্গীতা বিজলানি, সোমি আলি থেকে ক্যাটরিনা, ইউলিয়া ও পূজা হেগড়ের সঙ্গে ভাইজানের প্রেমের সম্পর্কের কথা সবার জানা। তবে সালমানের জীবনের সবচেয়ে চর্চিত রোম্যান্স পর্বে নাম জড়িয়ে রয়েছে ঐশ্বরিয়া রাই। সোমি আলির সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি রাইয়ের সৌন্দর্যে মোহিত হয়েছিলেন সালমান। এরপর একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়ে দুজনের।

কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি সালমান-ঐশ্বর্যের প্রেম। দ্রুতই মোহভঙ্গ হয় ‘হাম দিল দে চুকে সনম’ নায়িকার। সালমান-ঐশ্বর্যের বিচ্ছেদ পর্ব নিয়েও কম চর্চা হয়নি। এমনকি সালমানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন নায়িকা। শুধু তাই নয়, সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরেও সালমান পিছু ছাড়েননি ঐশ্বর্যর, এমন অভিযোগও ছিল নায়িকার। তবে সেসব দু-দশক আগের কথা! জীবনখাতে অনেকটা পথ পেরিয়ে এসেছেন দুজনেই।

একই ইন্ডাস্ট্রির অংশ হলেও পরস্পরকে যতটা সম্ভব এড়িয়ে চলেন সালমান-ঐশ্বর্য। তবে সম্প্রতি আম্বানিদের পার্টিতে একফ্রেমে বন্দি হলেন দুজনে! হ্যাঁ, গল্প নয় একদম সত্যি কথা। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল সেই ছবি।

সম্প্রতি ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানে আম্বানিদের আমন্ত্রণে এক ছাদের নিচে উপস্থিত হয় গোটা বলিউড। অনুষ্ঠানে দ্বিতীয় দিনও হাজির হয়েছিলেন সালমান-শাহরুখরা। হলিউড তারকা টম হল্যান্ড, জেন্ডেয়ার সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছিলেন অভিনেতা। সেই ছবিতে ধরা দেন হোস্ট নীতা আম্বানিও। ভাইরাল এই ছবিটি লক্ষ্য করলে স্পষ্টই দেখা যাবে ছবির একদম বাঁ দিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ঐশ্বর্য। সম্পূর্ণ অজান্তেই একফ্রেমে বন্দি হয়েছেন দুজনে।

ওই ছবি দেখে একজন লেখেন, ‘একফ্রেমে সালমান-ঐশ্বর্যকে দাঁড় করানোর ক্ষমতা শুধু নীতা আম্বানিরই আছে’। অপর একজন লেখেন, ‘ক্যামেরাম্যানের প্রশংসা না করে থাকা যাচ্ছে না, সালমান-ঐশ্বর্যকে একফ্রেমে বন্দি করা! অসাধারণ কীর্তি’। অনেকেই এই ফ্রেম দেখে বিশ্বাসই করতে পারছেন না যে সালমান-ঐশ্বর্য অজান্তে হলেও একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন! এদিন কালো রঙের শারারায় সেজেছিলেন ঐশ্বর্য, আরাধ্যার দেখা মিলল সোনালী সালোয়ার স্যুটে। আম্বানিদের সাংস্কৃতিক মঞ্চের লঞ্চ ইভেন্টে দু-দিনই মেয়ের হাত ধরে পৌঁছেছিলেন ঐশ্বর্য, দেখা মেলেনি অভিষেকের। অন্যদিকে সবুজ রঙের ব্লেজার আর ম্যাচিং প্যান্টে এদিনের পার্টির শোভা বাড়ালেন সালমান খান।

২০০২ সালে বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়েছিলেন সালমান-ঐশ্বর্য। এরপর কোনো দিনই আর সালমানের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি রাই। পরে ২০০৭ সালে বচ্চন পুত্র অভিষেকের সঙ্গে সংসার পাতেন ঐশ্বর্য, সালমান অবশ্য ষাটের দোরগোড়ায় পৌঁছেও সিঙ্গল!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin