ফরিদপুর প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাসাস।
গত রবিবার বিকেলে শহরের থানারোডে ফরিদপুর জেলা জাসাসের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণেন আগে জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য কাইয়ুম মিয়া, জেলা জাসাসের যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন, জেলা জাসাসের যুগ্ন আহ্বায়ক মাসুম দেওয়ান, সাবেক ছাত্রদল নেতা নাইমুল হাসান, আরিফুর রহমান বিপ্লব প্রমুখ।
জেলা জাসাসের নেতৃবৃন্দ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। বক্তাগণ আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করেন।