ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বৃহস্পতিবার ৯.২ ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা রেকর্ড হয়েছে । যা এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে ফরিদপুর আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৬টায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সকাল সাড়ে ৯টায় তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এছাড়া আজ ফরিদপুরে মৃদু শৈত্য প্রবাহ বইছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় চারিদিকে ঘিরে আছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলেছে। তাতে সকালের আবহাওয়ার সাথে কিছুটা তারতম্য লক্ষ্য করা যাচ্ছে।
ফরিদপুর জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েক দিনে ফরিদপুরের তাপমাত্রা কিছুটা উঠানামা করছে। ৭ জানুয়ারি ৯.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল এই মৌসুমের সর্বনিম্ম তাপমাত্রা। সেই রেকর্ড ভেঙে আজ জেলায় ৯.২ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে, গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা কমে যাওয়াই জন জীবন বিপর্যস্ত হয়ে পরেছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সড়কে প্রতিটি গাড়িকে হেডলাইট জালিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে দেখা গেছে।