
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের প্রতিটি অভিজাত মার্কেটে ক্রেতাদের বিড় দেখা যায়।
তবে মার্কেট গুলোতে ঘুরে জানা যায়
এভার জুতার সেন্ডেল এর দাম অনেক বেশি ছোট বড় সব মিলিয়ে সর্বনিম্ন দাম পাচঁ শত টাকা এবং সর্বোচ্চ চার/ পাচঁ হাজার টাকা পযর্ন্ত।
ঈদের বাজারে বেশ সমস্যায় পড়েছে
মধ্যেবধি পরিবারের মানুষ। বতর্মান
বাজারের বেচাকিনা মধ্যেবধি পরিবারের টি সীমিত করে ফেলেছে। যা না কিনলে নয় তাই তারা পরিবারের ছোটদের কে কিনে দিচ্ছে।
দোকিনী জামাল আনিস মুরাদ জাজাদ জানান বেচা বিক্রি মোটামুটি হচ্ছে।
একটি শ্রেনীর বিক্রি পাচ্ছি না যেমন তাদের মধ্যে রয়েছে মধ্যেবধির পরিবারের।
বাজার করতে আসা সেলিম মৃনাল কামরুল জানান তাবদাহর কারনে মার্কেট ভালো ভাবে ঘুরে দেখতে পারছিনা যতো তারাতারি পারছি যা পাই তাই কিনে নিয়ে যাচ্ছি।