
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
রোববার (২৬ই মার্চ) দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শহরতলীর গোয়ালচামটে অবস্থিত শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, স্কুল, কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
এছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ও শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মহান স্বাধীনতা দিবস উদযাপন করে।
পরে শেখ জামাল স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, রোভার স্কাউট ও স্কুল- কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।