
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের যথাযথ মর্যাদায় কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন চকবাজার জামে মসজিদের ইমাম মাঃ ইনামুল হাসান।
এর আগে এক সংক্ষিপ্ত আলাচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ । বক্তারা সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।এরপর দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত করা হয়।