ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে গত ২৫ শে জানুয়ারী বিএনপির কেন্দ্রীয় নেতাদের ফরিদপুরে একটি অনুষ্ঠানেএসে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি তৈমুর লং।
শুক্রবার বিকেলে হামলার শিকার তৈমুর লং জানান ,বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতাদের সাথে মিটিং শেষ করে আমরা ভাঙ্গার যুবদলের নেতারা ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড সৈয়দ মোদাররেস আলী ঈসার ঝিলটুলীর বাসায় সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনার জন্য যাই । আলাপ – আলোচনার সময় আহ্বায়ক সাহেবের বাসায় ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন সহ আরো অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন । আলোচনা শেষ করে আহ্বায়ক সাহেবের বাসা থেকে বের হলে তার বাসার সামনের রাস্তায়জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের অনুসারীরা ৮/১০ জন আমাদের হামলা করে । আমাদের চেচামেচি শুনে বাসা থেকে বের হয়ে আহ্বায়ক সাহেব আমাদের উদ্ধার করে । পরবর্তীতে আমি ভাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পান্না , ভাঙ্গা পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক শহীদুল ইসলাম বিটু ও নুরুজ্জামান সহ আমরা সকলে ভাঙ্গার উদ্দেশ্যে চলে আসি ।
এ বিষয়ে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন জানান , ভাঙ্গার যুবদলেরনেতা তৈমুর লং এর সাথে আমার কোন কথা কাটাকাটি বা তাকে কোন লাঞ্চিত/ হামলা করি নাই ।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড সৈয়দ মোদাররেস আলী ঈসা জানান , আমার বাসায় ঐদিনঅনেক নেতা কর্মীরাই এসেছে । তৈমুর লং কে লাঞ্চিত বা হামলা করার কোন ঘটনা ঘটে নাই এবং আমাকে এই বিষয়ে কেউ অবগত ও করে নাই । তাই এ ঘটনাটি আমার জানা নেই ।