
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে তিনদিনব্যাপী হিম উৎসব শনিবার (২১ জানুয়ারি) শেষ হয়েছে। উৎসবের শেষ দিনে বিভিন্ন বয়সী মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
“ওয়ারকাহালিক ফরিদপুরিয়ান” প্রতিবছর এই মেলার আয়োজন করে থাকে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ,কে আজাদ। এ সময় অন্যান্য ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলার চিপ অ্যাডমিন ছিলেন মুশফিকুর রহমান তনু ।
মেলায় তিনটি সেরা স্টল, দুইটি মডারেটর এবং তিনজন উদ্যোক্তাকে সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) থেকে জেলা শহরের অম্বিকা ময়দানে এ মেলা শুরু হয়। সেখানে ৩৬টি স্টল অংশগ্রহণ করে। মেলায় খাবারের স্টল ছাড়াও বিভিন্ন পণ্য ও হস্তজাত সামগ্রী, ফুলের দোকানসহ বিভিন্ন রকমের দোকানে বসে।