ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের পশ্চিমখাবাসপুর মিয়াপাড়া এলাকার একটি বাসার খাটের নিচ থেকে ঝুমা আক্তার(৩৫) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঝুমা আক্তার অবসরপ্রাপ্ত পুলিশ কন্সেটেবল মৃত আব্দুলআহাদ তালুকদারের বড় মেয়ে।
রবিবার সকালে ঘর থেকে লাশের দুগন্ধ বের হলে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্র্জ (ওসি)এম.এ.জলিল জানান, ঘরের ভিতর থেকে লাশের দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খরব দেয়। অবসরপ্রাপ্ত পুলিশ কন্সেটেবল মৃত আব্দুল আহাদ তালুকদারের চারচালা টিনের ঘরের একটি খাটের নিচ থেকে অর্র্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান। এসময় এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা মনোয়ারা বেগম ও ছোট বোন সুমা আক্তার(২৭) কে আটক করা হয়। মৃত্যুর কারণ এখনও জানা যায় নি।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।