ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গীতে শতাধিক ব্যাক্তি মালিকানাধীন জমি থেকে জোর পুর্বক ফসল ও মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ওএলাকাবাসী।
তাদের দাবী,মাননীয় প্রভাবশালী মো. আনোয়ার হোসেন আবু ফকির গংরা রাতের আধারে এসব জমিতে স্কেবেটর দিয়ে মাটি কেটে ডাম্প ট্রাক যোগে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করছে।
অনেকের ফলন্ত ধানও কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করে মানববন্ধনকারীরা জানান, এতে চরম ঝুঁকিতে পড়েছে এসব জমির অদুরের গোলডাঙ্গী ব্রিজ, যা সদ্য কয়েক কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে। তাদের দাবী, অপরিকল্পিতভাবে খনন করায় বর্ষা মৌসুমে ভাঙ্গণ ঝুকিতে পড়বে পুরো এলাকা।
মঙ্গলবার বেলা বারোটা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশত ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকাবাসী অংশ নেন।