নিজস্ব প্রতিনিধি: দি ফাদার অব দি ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল গভঃ স্কুল এন্ড কলেজে সুরঙ্গ তৈরি করে চুরি বা নাশকতার চেষ্টা।
গফরগাঁও উপজেলাধীন ১১নং লংগাইর ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামে অবস্থিত সদ্য সরকারিকৃত “দি ফাদার অব দি ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল গভঃ স্কুল এন্ড কলেজ” এর চুরি বা নাশকতা মূলক কার্যক্রম ঘটানোর উদ্দেশ্য অজ্ঞাত একটি চক্র গত২৩/১২/২০২৩ইং তারিখ আনুমানিক ভোর রাত্রিতে কলেজের অফিস রুমের পিছনে দক্ষিণ-পূর্বদিকে সুরঙ্গ বা গর্ত তৈরি করে অফিস রুমে ঢুকার চেষ্টা করে। বিষয়টি সকালেই সকলের নজরে আসে। ধারনা করা হচ্ছে কলেজের নিরাপত্তা প্রহরীরা নিয়মিত পাহারায় থাকায় অজ্ঞাত চক্রটি চুরি বা নাশকতা মুলক কর্মকান্ড ঘটাতে পারেনি। এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জকে লিখিত ভাবে অভযোগ আকারে অবহিত করা হয়। উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আব্দুল হক, বিএসসি-বিএড এর সাথে কথা বললে তিনি আরও জানান যে এর আগেও “দি ফাদার অব দি ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল গভঃ স্কুল এন্ড কলেজ” এর উদ্যেগে মজিব শতবর্ষ উপলক্ষে ৪-৫টি ব্যানার মশাখালী রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থানে টানানো হলে একটি অজ্ঞাত চক্র সে সকল ব্যানার গুলো চুরি করে নিয়ে যায় এবং কিছু ব্যানার নষ্ট করে যা ময়মনসিংহ রেলওয়ে থানায় জিডি করা হয়। তিনি আরও জানান যে একটি চক্র দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানটির ক্ষতি করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম করে আসছে। তিনি এবং এলাকাবাসী এই চক্র বা দুশ্চকৃতীকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানান।