মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বাংলাদেশকে বাচাঁতে হলে বিএনপির এই চক্রান্ত যে কোন মূল্যে রুখে দিতে হবে।
জাসদ সভাপতি আরও বলেন, ২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ২১ আগস্টের খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায়না। মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় কুষ্টিয়ার মিরপুরে উপজেলা অডিটোরিয়ামে জাসদ আয়োজিত স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপি জোটের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন ইনু।
তিনি বলেন, বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগ সন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায়না। তবে কয়টা সুযোগ সন্ধানী দল যোগ হচ্ছে সেটা ব্যাপার না, জনগণ যোগ হচ্ছে কি-না সেটাই দেখার বিষয়।
ইনু বলেন, জনগণ ভরসা করতে পারে, অর্থনৈতিকসহ যে ধরনেরই বৈশ্বিক সংকট থাকুক না কেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে।
পরে জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় বক্তব্য রাখেন ইনু। জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।