কিশোরগঞ্জের বাজিতপুরে ৩০ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা পৌণে ছয়টার দিকে এসআই সজীব সাহার নেতৃত্বে পুলিশের একটি দল বাজিতপুর পৌরসভাধীন বাঁশমহাল এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন বাজিতপুর উপজেলার কৈলাগ ভূইয়াহাটি গ্রামের চান মিয়ার ছেলে লাদেন (২০) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহাগ (১৯)।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।