ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।রোববার সকালে সারা দেশের ন্যায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়। নতুন বছরের বই পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা উচ্ছসিত হয়ে উঠে। সকালে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, তারাইল এ,এস আলিম মাদ্রাসা, ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এবং ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়। ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেনের সার্বিক নির্দেশনায় নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন। এছাড়া মাদ্রাসাগুলোর আয়োজনে পৃথকভাবে এ উপলক্ষে তারাইল এ.এস আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎসব পালিত হয়। অধ্যক্ষ ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মোতালেব মাতুব্বর । এ সময় অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের সাংবাদিক মামুনুর রশিদ, মোঃ সরোয়ার হোসেন,এ,টি,এম ফরহাদ নান্নু,মনিরুজ্জামান মনির প্রমুখ।