ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুদল
গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙ্গা থানা পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক
আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে উপজেলার
পৌরসদরের কে,এম, কলেজ পাড় এলাকায়।ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ
মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫৪ রাউন্ড রাবার বুলেট,
সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। এসময় উভয় পক্ষের ইটের আঘাতে
বেশ কয়েক জন পুলিশ সদস্যও আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ,মঙ্গলবার সকালে কে,এম,কলেজ মাঠে বিবাদমান
দু,গ্রামবাসীর কয়েক যুবক ক্রিকেট খেলছিল। খেলা চলাকালীন আলগী ইউনিয়নের
সোনা খোলা গ্রামের জনৈক যুবকের সাথে পৌরসদরের কাপুড়িয়া সদরদী
গ্রামের এক যুবকের সাথে কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে সংঘর্ষে খেলার
ষ্ট্যাম ও ব্যাটদিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এসময় হামলার ঘটনায় রাব্বি(১৭),
তামিম(১৮), গোলাম মওলা(১৮) ও মুশফিকুর জাহিদ (২০) হয়। পরে এঘটনাকে কেন্দ্র
করে দুপুরে উভয় পক্ষের লোকজন ঢাল,সরকি,রামদা সহ প্রভৃতি দেশীয় অস্ত্র সস্র
নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়।খবর পেয়ে
ভাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।পরে অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা
(সার্কেল) মোঃ হেলালউদ্দিন ভ‚ইয়া ও ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল
ইসলামের নেতৃত্বে ফরিদপুর থেকে দাঙ্গা পুলিশ ও থানা পুলিশ যৌথ প্রচেষ্টায়
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।পূনরায়
সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।