সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় রেলস্টেশনে যাত্রা বিরতির দাবীতে বিক্ষোভ ও অবরোধ 

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৬:০১ অপরাহ্ন

ভাঙ্গা( ফরিদপুর)  প্রতিনিধিঃ মধুমতি এক্সপ্রেস ট্রেন না থামার ঘোষণা দেওয়ার পর ফরিদপুরের ভাঙ্গায়  ট্রেন যাত্রা বিরতির দাবীতে পুখুরিয়া  রেলস্টেশনে ট্রেন আটকিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়েছে। এতে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর মধুমতী এক্সপ্রেস ট্রেনটি পুখুরিয়া রেলস্টেশনে আধা ঘণ্টার বেশি সময় আটকে থাকে।
গত রোববার দুপুরে প্রায় আধাঘন্টা ব্যাপী ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া রেলস্টেশনে বিক্ষোভ মিছিল করে।পরে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলাচল শুরুর পর রাজশাহী থেকে মধুমতি ট্রেনটি ঢাকা পর্যন্ত চলাচল করে। এতদিন পুকুরিয়া ও ভাঙ্গায় দুটি স্টেশন ছিল।
গত ১৭ জানুয়ারি শুক্রবার রেল কর্তৃপক্ষ আজ (১৯ জানুয়ারী) রবিবার থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া আন্তনগর ট্রেনটি না থামার ঘোষণা দেয়।
এ ঘোষণা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী।দুপুর ১২টা থেকে এলাকাবাসী ও শিক্ষার্থী সহ হাজার খানেক লোক জড়ো হতে থাকেন রেল স্টেশনে।
তারা লাল পতাকা টানিয়ে রেল লাইনের উপর অবস্থান করে। পুখুরিয়া স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস  দুপুর ১২টা ২০ মিনিটে এসে পৌছানোর কথা। রবিবার ট্রেনটি বিলম্ব করে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে পুুখুরিয়া স্টেশন অতিক্রম করতে গেলে অবরোধকারীরা ট্রেনটি থামিয়ে দেয়। প্রায় ৩০ মিনিট সময় ট্রেনটি থেমে থাকার পর ট্রেনে থাকা কর্মকর্তাগণ পুনরায় মধুমতি এক্সপ্রেস পুখুরিয়া স্টেশনে থামার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
এ বিষয় পুখুরিয়া গ্রামের বাসিন্দা ও মানিকদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ করিম মাতুব্বর বলেন, আমরা ন্যায় সঙ্গত দাবী নিয়ে রেল লাইন অবরোধ করেছি এবং ট্রেন থামিয়েছি। রেলের লোকজন আশ্বাস দিয়েছে যে, এ স্টেশনে মধুমতি এক্সপ্রেস থামবে। তাই অবরোধ প্রত্যাহার করেছি। এরপর যদি না থামে তাহলে আমরা পুনরায় অরবোধ করবো।
পুখুরিয়া স্টেশনটি অনেক গুরুত্বপূর্ণ বিশ্বজাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া দরবার শরীফে অসংখ্য ভক্তবৃন্দ প্রতিনিয়ত রেলপথে আসা যাওয়া করে। তাই মধুমতি এক্সপ্রেস এখানে থামাতেই হবে।
ভাঙ্গার পুখুরিয়া এলাকার বাসিন্দা মাহিন্দ্র চালক রুহুল আমিন মিয়া বলেন, এই স্টেশনে মধুমতি এক্সপ্রেসে প্রচুর যাত্রী আসা যাওয়া করে। আমরা অটো এবং মাহিন্দ্র চালকেরা প্রতিদিন প্রচুর যাত্রী নিয়ে সদরপুরের আটরশি ও চ্দ্র পাড়া দরবার শরীফে আসা যাওয়া করি। এর মাধ্যমে আমাদের জীবিকা নির্বাহ হয়। মধুমতি এক্সপ্রেস বন্ধ হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে পড়বে।
তালমা ও পুখুরিয়া রেলস্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, গত শুক্রবার রেলপথ বিভাগ সারা দেশের দুটি স্টেশনে আন্তনগর ট্রেন না থামানোর সিদ্ধান্ত নেয়। এ অঞ্চলের মধ্যে পুখুরিয়া রেলস্টেশন একটি। রবিবার (১৯ জানুয়ারি) থেকে এ নির্দেশ কার্যকর হওয়ার কথা। রাজশাহী থেকে ঢাকাগামি মধুমতি এক্সপ্রেস আজ নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পরে এসেছে।এটি পুখুরিয়া স্টেশন এলাকায় গেলে শত শত লোক অবরোধ করে ট্রেনটি থামিয়ে দেয় । ঐ ট্রেন পরিচালকগণ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দাবী বিবেচনার আশ্বাস দিলে অবরোধকারিরা অবরোধ প্রত্যাহার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin