নিজস্ব প্রতিনিধিঃ সময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান এর মেধা ও দক্ষতা দিয়ে গফরগাঁও থানা কে শান্ত পরিবেশে রেখে ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনলাইন প্রোটাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন সরকার আমাকে দায়িত্ব নির্দেশ দিয়েছেন তাই থানার অফিসার ইনচার্জ হয়েছি আমার প্রতিজ্ঞা যেন জনসাধারণের কোন ধরনের অসুবিধা চুরি,ডাকাতি,সন্ত্রাসী, ইয়াবা খোর, গাজাখোর যেন কোন অবস্থায় কোন ধরনের অপকর্মে জড়াতে না পারে সেই চিন্তা মাথায় রেখে আমি আমার থানার ফোর্স নিয়ে ২৪ ঘন্টা সেবা দিতে বদ্ধপরিকর।
আমাকে একা সব খবর নেয়া কি সম্ভব আমাকে সবাই যার যার জায়গা থেকে সাহায্য করবেন।বিভিন্নভাবে খবর দিয়ে না হয় সরাসরি আমাকে বা ডিউটি অফিসার কে ফোন দিবেন তাৎক্ষণিক যেন আমরা অ্যাকশনে যেতে পারি। জনগণের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ বলেন পুলিশ সবসময়ই জনগণের বন্ধু আর জনগণ কেউ পুলিশ কে বন্ধু হিসেবে নিতে হবে। এক প্রশ্নের জবাবে ওসি শাহিনুজ্জামান খান বলেন হতে পারে সবাই তো আর এক সমান নয় আড়ালে কেউ হয়তো সাধারণ জনগণকে সোর্স বানিয়ে কিছু অপরাধ মূলক কর্মকাণ্ডের দিকে ধাবিত হয়ে থাকে। যদি বাংলাদেশ পুলিশ কোন ধরনের কোন অপরাধ মূলক সংশ্লিষ্টতার প্রমাণ পায় তাৎক্ষণিক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমি অফিসার ইনচার্জ হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যেন কোনো রকম অনিয়ম বা কোন পুলিশ সদস্য র মাধ্যমে কোন অপরাধ করে ,কারো ছাড় হবে না । আমরা জনগণের বন্ধু, জনগণ আমাদের বন্ধু। ঈদ হোক সকলের আনন্দের এক মহা পর্ব গফরগাঁও বাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন এবং নিশ্চিন্তে ঈদের অনুষ্ঠানিকতা শেষ করুন বাংলাদেশ পুলিশের প্রতি আস্থা রাখুন।