আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে ভৈরব থানার এসআই মো: মাহবুব উল্লাহ সরকার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গতকাল ০৫ ডিসেম্বর ০৭:১০ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়াস্থ বাগানবাড়ী এলাকায় একটি বিভাটেক অটোরিক্সায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: মোশারফ (২২), পিতা-মৃত লাল মিয়া, সাং-কালিপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ আটক করেন এবং তার হেফাজত হতে মোট ১০ (দশ) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক ০৭:৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে নেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।