কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে গত ২৬ ডিসেম্বর সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর “খ” সার্কেলের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ সহ অন্যান্য স্টাপদের সমন্বয়ে একটি রেডিং টিম গঠন করে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকায় বিকাল ০৩:৩০ মিনিটের সময় এক অভিযান পরিচালনা করে লাইলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে তার সাথে থাকা ১০ কেজি গাঁজা সহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী লাইলী ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকার স্থায়ী বাসিন্দা । আটককৃত মাদক ব্যবসায়ী লাইলীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ভৈরব থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম সংবাদ মাধ্যম কে জানান মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।