আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ।
আসন্ন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পাকুন্দিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১:৩০ মিনিটের সময় উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ।
মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় পাকুন্দিয়া উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবসে প্রতিটি অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
সভায় জাতীয় পতাকার সঠিক ব্যবহার করে উপজেলা প্রশাসনসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে বিজয় দিবসের সকল অনুষ্ঠান স্বতঃস্ফুর্ত ভাবে পালনের লক্ষ্যে স্ব স্ব প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করা হয়।
বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাগণ, সূধীজন ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাকুন্দিয়া পৌরসভা মেয়র নজরুল ইসলাম আকন্দ , পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন , পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন , উপজেলা আওয়ামী লীগের যুগ্ন:আহবায়ক মোতায়েম হোসেন স্বপন , সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন , পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলম , পাকুন্দিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোওশন করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম , চরফারদীয় ইউপি চেয়ারম্যান আঃ মান্নান , চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছউদ্দীন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল আলম রুবেল , এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু , পাটুয়া ভাঈা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, প্রমুখ।