সাঈদুর রহমান সাঈদ, রাজশাহীঃ
রাজশাহীর বাগমারার কাদারবিলে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাতে বিষ প্রয়োগে
প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়। এতে মাছচাষিরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। এতে দিশাহারা হয়ে পড়েছেন
চাষিরা।
বিলের মৎস্য চাষ প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, এলাকার লোকজন নিয়ে বিলের প্রায় ২০০০ বিঘা জমিতে প্রকল্পের
মাধ্যমে মাছ চাষ করে আসছিলেন। বিলের ৩৬টি কুয়াতে (গভীর ছোট আকৃতির পুকুর) বোয়াল, আইড়, শোলসহ
বিভিন্ন প্রজাতির দেশি মাছ সংরক্ষণ করা হয়। বেশি দাম ও পরবর্তী সময়ে চাষের জন্য মাছগুলো সেখানে সংরক্ষণ করা
হয়েছিল। গতকাল রাতের কোনো এক সময়ে দুষ্কৃতকারীরা কয়েকটি কুয়াতে বিষ প্রয়োগ করে। যার ফলে কুয়ায়
থাকায় মাছগুলো মরে ভেসে ওঠে। পরে বিষয়টি টের পান প্রকল্পের লোকজন।
প্রকল্পের কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন বলেন, স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাঁদের মাছ চাষকে ব্যাহত ও ক্ষতিগ্রস্থ করার
জন্য সেখানে বিষ দিয়ে প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এই বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে
জানিয়েছেন তিনি।