ফরিদপুর টু সালথা মহা সড়কের পাশে গাছ কেটে ফেলে রাখার কারনে পতিদিন ঘটছে সড়ক দুর্ঘটনা। এ মহা সড়ক টি দিয়ে প্রতিদিন শত শত বিভিন্ন ধরনের গাড়ি চলা চল করে। ঠেন ঠেনিয়া গ্রামের বাসিন্দা সাঈদ জানান কিছু ব্যাক্তিরা এ ব্যস্ততম সড়ক টিতে গাছে গুরি ফেলে রাখার কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে। কয়েক জন মানুষ মারা ও গিয়েছে। আমার এর প্রতিকার চাই। প্রশাসন যেন বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহন করেন এই আমাদের জোরালো দাবি জানাই।