সোহেল কবির, স্টাফ রিপোর্টার: দেশ শৈরাচার মুক্ত হয়েছে, আমরা তাই পুনরায় স্বাধীনতার স্বাধ অনুভব করছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিরাব গ্রামের ২ নং ওয়ার্ডের আয়েশা সিদ্দীকা কেন্দ্রীয় জামে মসজিদে খুদবা শেষে মুসল্লদের উদ্যশ্যে এ কথা বলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী প্রয়াত আব্দুল মতিন চৌধুরীর ব্যক্তিগত অফিসার এডভোকেট শরাফত আলী।
আজ জুমার খুদবা শেষে সমাজের মানুষের মধ্যে শান্তি সম্প্রতি ও সৌহার্দ পূর্ন সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ছাত্ররা যে যুদ্ধ শুরু করেছে তা আজ স্বাধীনতায় রূপ দিয়েছে। এরই সুযোগে একদল সুবিধাবাদী গোষ্টী মানুষের জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করছে। এর থেকে সমাজকে রক্ষা করার জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা সমাজের সকল মানুষ একটা পরিবারের মতো অন্যের সুবিধা অসুবিধায় আমরা আরেকজন তার পাশে দাঁড়াবো এটাকে সামাজিকতা বলে। সমাজের মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও আদর্শিক সমাজ গঠন করব যাতে থাকবে না কোন মারামারি হানাহানি কোন ভেদাভেদ।
হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই। বক্তব্যে তিনি শহীদ ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দেশ বিনির্মাণে এখনো যে ছাত্রদরা কাজ করে যাচ্ছে তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের জন্য মসজিদে নামাজ শেষ দোয়া করতে বলেন। এ সময় সমাজের সকল মুসল্লি একমত পোষণ করেন এবং সামাজিক নিরাপত্তা রক্ষায় সঠিক নেতৃত্ব ও সুশৃংখলা ফিরিয়ে আনতে একমত পোষণ করেন।