অনলাইন ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকার পতনে সফল হয়ে ঘরে ফিরব। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মৃত্যুবরণ করতে হয়েছে। কোকো রাজনৈতিক পরিবারের সন্তান ছিলেন। তবে তিনি রাজনীতিবিদ ছিলেন না। তিনি একজন সাধারণ ক্রীড়াবিদ ছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে।
মির্জা ফখরুল বলেন, এদেশে রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় ঘটনা আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা। মিথ্যা মামলায় মিথ্যে অজুহাতে তাকে জেলে পাঠানো হয়। এ সময় তিনি বলেন, জিয়া পরিবারের রাজনীতিতে মানুষ আস্থা রাখে। কারণ স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণণতন্ত্রের প্রতীক এই পরিবার।