কবিতা
ইসায়ী সনের পয়লা মাস জানুয়ারী, তুমি বর্ষের শুরু,
তুমি কি আসিবে ফিরে, আবার মোদের তরে,
শত শত দিন পরে।
আসিলে তোমায় জানাবো স্বাগত, সকলেই দলে দলে,
শত দুঃখ বেদনা ভুলে।
জানুয়ারী তুমি আবার আসিতে ভুলিবেনা,
তুমি না আসিলে, নববর্ষ তো আসিবেনা।
মোদের হৃদয়, পরান খুলিয়া হাসিবেনা।
তুমি না আসিলে আনন্দ হবে মাটি,!
ধরনীটা হবে দুঃখ বেদনার ঘাঁটি।
জানুয়ারী তুমি ইসায়ী সনের পয়লা মাস,
তাই ঘুরেফিরে এই ধরাপানে পয়লা আসা শুধু তোমারই কাজ
হে জানুয়ারী!
তুমি না আসিলে নববর্ষ তো ধূলিস্যাৎ,
তুমি না আসিলে বিনামেঘে হবে বজ্রপাত।
তুমি না আসিলে মোদের হৃদয়ে হবে যে, রক্তক্ষরণ,
তুমি না আসিলে নববর্ষকে কিরুপে করিবো বরণ।
জানুয়ারী তুমি নববর্ষ কে ভুলিবেনা।
তাহলে তো তুমি আবার আসিতে পারিবেনা।
জানুয়ারী তুমি এই কথাখানি রাখিও হে সদা স্বরণ,
তাহলে তুমি বুঝিতে পারিবে,
ফিরিয়া আসিবার কারন।
হে জানুয়ারী!
তুমি কাহারো বানোয়াট বুলি শুনিবেনা,
জানুয়ারী তুমি নববর্ষ তে আবার ফিরিয়া আসিতে ভুলিবেনা।