নিজস্ব প্রতিনিধিঃ শ্রীপুরের কাওরাইদে বেলদিয়া পশ্চিম পাড়া বাইতুস সুজুদ (পুরাতন) জামে মসজিদের উদ্যোগে অত্র এলাকার যুব সমাজের সহযোগিতায় স্থানীয় ৭নং ওয়ার্ডের মসজিদ ভিত্তিক মক্তবসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে মক্তব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৪ (শনিবার)। অর্ধশতাধিক প্রতিযোগী সূরা, দৈনন্দিন প্রয়োজনীয় দোয়া-মাসায়িলসহ নবীজি সা. এর জীবনি থেকে উত্তর প্রদানের মাধ্যমে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিটি মহল্লায় এমন আয়োজন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। উক্ত প্রতিযোগিতার বিচারক হিসাবে ছিলেন মাওলানা শাব্বির আহমাদ আজহারী ও মুফতি ফারহান ফরিদ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন মাওলানা যোবায়ের আহমদ ফারুকি ও মাওলানা সাকিব হেসাইন। এছাড়াও উক্ত মসজিদের কমিটিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।