
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে ৩৪৮৬ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি মো. ফরিদ হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮।
রবিবার বিকেলে ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা রেল ক্রসিং এলাকায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে অভিযান পরিচালনার মাধ্যমে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।
জানা যায়, আটক ফরিদ হোসেন ভোলার পূর্ব ইলিশা এলাকার মো. মালেক হোসেনের ছেলে।
সোমবার সকালে ওই মাদক কারবারিকে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪৮৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় নতুন করে আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।